EMI INFORMATION
*** Our Global EMI Policy (EMI with specific amount & charges will bear by CUSTOMER/USER) – EMI with surcharge: In this model, merchant surcharges customer for EMI payment. Customer will find EMI payment option in SSL COMMERZ payment page. Upon selecting the EMI tenures, EMI charge will be added to the product/service price. This is applicable on all product purchase.***
EMI (Equal Monthly Installment) Terms & Conditions:
অফলাইন ইএমআই শর্তসমুহঃ
- শুধুমাত্র নির্দিষ্ট পন্যের উপর EMI প্রযোজ্য (গেমিং চেয়ার, টেলিভিশন, ল্যাপটপ,ক্যামেরা ইত্যাদি)।
- ১৫০০০ (পনের হাজার) টাকার নিচে কোন পন্য ক্রয়ের ক্ষেত্রে EMI প্রযোজ্য হবে না।
- সর্বোচ্চ ৬(ছয়) মাস পর্যন্ত EMI এর সুবিধা উপভোগ করা যাবে।
- EMI এর অধীনে কোন পন্যের ক্যাশ প্রাইস(Cash Price), ডিস্কাউন্ট ও কোন ধরনের অফারের মুল্য প্রযোজ্য হবে না। এখানে উল্লেখ্য আমাদের সাইটে সকল পণ্যের ক্যাশ প্রাইস দেয়া আছে।
- এই মুহূর্তে শুধুমাত্র City Bank, Dutch Bangla Bank, Brac Bank এবং Southeast Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI সুবিধা উপভোগ করা যাবে। (শীঘ্রই অন্যান্য ব্যাংকের EMI সুবিধা চালু করা হবে)।
- EMI এর Interest সংক্রান্ত সকল প্রকার অধিকার ব্যাংক/এনবিএফআই সংরক্ষন করে।
- EMI সংক্রান্ত সকল প্রকার অফার যেকোনো সময় পরিবর্তন করার সকল প্রকার অধিকার System1it সংরক্ষন করে।
অনলাইন ইএমআই শর্তসমুহঃ
- ৫০০০ (পাঁচ হাজার) টাকার বেশি মুল্যের যেকোনো পন্য ক্রয়ের ক্ষেত্রে EMI উপভোগ করা যাবে।
- ব্যাংকভেদে সর্বোচ্চ ৩৬(ছত্রিশ) মাস পর্যন্ত EMI এর সুবিধা উপভোগ করা যাবে।
- EMI এর অধীনে কোন পন্যের ক্যাশ প্রাইস(Cash Price), ডিস্কাউন্ট ও কোন ধরনের অফারের মুল্য প্রযোজ্য হবে না। এখানে উল্লেখ্য আমাদের সাইটে সকল পণ্যের ক্যাশ প্রাইস দেয়া আছে।
- এই মুহূর্তে ১৯টি প্রধান ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI সুবিধা উপভোগ করা যাবে।
- EMI এর জন্য SSLCOMMERZ কর্তৃক ইএমআই চার্জ প্রযোজ্য যা ইএমআই এর সময়সীমার সাথে পরিবর্তনশীল।
- EMI সংক্রান্ত সকল প্রকার অফার যেকোনো সময় পরিবর্তন করার সকল প্রকার অধিকার System1it সংরক্ষন করে।
অনলাইন ইএমআইয়ের অধীনস্থ ব্যাংক সমুহঃ
- BANK ASIA LIMITED
- BRAC BANK LIMITED
- CITY BANK LIMITED
- DHAKA BANK LIMITED
- DUTCH BANGLA BANK
- EASTERN BANK
- JAMUNA BANK
- LANKABANGLA FINANCE
- MUTUAL TRUST BANK
- NCC BANK
- SHAHJALAL ISLAMI BANK
- SOUTHEAST BANK
- STANDARD BANK
- STANDARD CHARTERED BANK
- NRB COMMERCIAL BANK LTD
- NRB BANK LTD
- MEGHNA BANK LLIMITED
- SBAC BANK
- MIDLAND BANK LTD
.